Our Institute History

স্কুলের ইতিহাস
2022/12/11 02:26 PM
 প্রাতিষ্ঠানিক সূত্রপাত
স্থাপিত : ১৯১৬ খ্রিষ্টাব্দ


 
" মোহাম্মদপুর রামেন্দ্র মডেল  উচ্চ বিদ্যালয় "
জীবনের সুপ্রভাত।

Message

সভাপতির বাণী

‘‘বিসমিল্লাহির রাহ মানির রাহিম’’  ®

মোহাম্মদপুর রামেন্দ্র মডেল  উচ্চ বিদ্যালয়।

কল্যান্দী, সেনবাগ, নোয়াখালী।


মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। মোহাম্মদপুর রামেন্দ্র মডেল  উচ্চ বিদ্যালয় একটি আধুনিক ও তথ্যপ্রযুক্তি মুখী মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান-এ রূপ দিতে আমরা নানামুখী সুদূর প্রসারী কর্মপরিকল্পনা এবং কার্যক্রম হাতে নিয়েছি। ফলে একজন শিক্ষার্থী তার ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করে খুব সহজেই জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিজেকে পৌঁছাতে পারবে বলে আমাদের বিশ্বাস। আর আমাদের এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টার পাশাপাশি আপনাদের ভূমিকা ও মূল্যবান পরামর্শ এবং সার্বিক সহযোগিতায় গড়ে উঠতে পারে একটি কাঙ্ক্ষিত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।___________
তারিখ: 2021/02/10 12:04 PM

প্রধান শিক্ষিক (শুভেচ্ছা বাণী)

‘‘বিসমিল্লাহির রাহ মানির রাহিম’’  ®

মোহাম্মদপুর রামেন্দ্র মডেল  উচ্চ বিদ্যালয়।

কল্যান্দী, সেনবাগ, নোয়াখালী।


তথ্য প্রযুক্তির যুগে পিছিয়ে থাকার সুযোগ নেই । তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এখন সময়ের দাবী । এই বাস্তবতাকে মেনে নিয়ে মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় তার শিক্ষা পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন সাধন করেছে । আমরা আমাদের শিক্ষার্থীকে আগামী প্রজন্মের একজন দক্ষ ও উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার যাবতীয় প্রয়াস হাতে নিয়েছি । সেই লক্ষে আমরা আমাদের বিদ্যালয়ের সব কর্মকান্ড ওয়েব সাইটের আওতায় এনেছি । আশাকরি, এর মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুততার সাথে প্রাতিষ্ঠানিক যাবতীয় কার্যক্রম ও আনুষঙ্গিক তথ্য পেতে পারবে । আমরা এ ব্যাপারে মনোযোগি এবং উত্তোরোত্তর এর উন্নতি লক্ষে কাজ করে যাব ইনশাল্লাহ । ................................
তারিখ: 2020/02/10 09:07 PM

News & Event

শিক্ষার অগ্রগতি ধরে রাখা হবে বড় চ্যালেঞ্জ


করোনা অতিমারি থেকে কবে পরিত্রাণ পাওয়া যাবে, বলা যাচ্ছে না। হয়তো স্বল্পতর প্রকোপে করোনা দীর্ঘদিন আমাদের সঙ্গী হয়ে থাকবে।

তারিখ: 2020/06/09 06:16 PM

কলেজগুলোতে অনলাইন ক্লাসের তাগিদ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনলাইন ক্লাস চালুর তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। 

তারিখ: 2020/05/30 02:39 AM

শিক্ষায় করোনার ধাক্কা সামলানোর উপায়


করোনার প্রকোপে এক রকম স্থবির হয়ে আছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই ধাক্কা সামলে উঠতে কী করণীয়? লিখেছেন তিনজন শিক্ষক।

তারিখ: 2020/05/29 02:16 AM

Book Distribution

National Textbook Festival: School children get 353m free textbooks - 2022

In the presence of tens of thousands of primary school students, the main book distribution festival was held at the Dhaka University central playground 

তারিখ: 2020/05/29 02:53 AM

Rules & Regulation

নিয়মাবলী।

মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়।
* স্কুলের সময়সূচী :
        ** গ্রীষ্মকালীন সময়সূচীঃ
                    সমাবেশ সকাল ১০:০০ টা।
                    সময়সূচী: ১০:০০ টা হইতে ০৪:০০ টা
        **  শীতকালীন সময়সূচীঃ 
                     সমাবেশ সকাল ১০:০০ টা।
                    সময়সূচী: ১০:০০ টা হইতে ০৪:০০ টা
 
 * পোষাক 
    

             ছেলে : সাদা জামা এবং নীল প্যান্ট
             মেয়ে : মেয়েদের সবুজ স্কার্ট ও সাদা সেলেয়ার, জুতা সাদা সুজ।
তারিখ: 2020/06/18 10:13 PM

ফটো গ্যালারি

গ্যালারি: Home Gallery

Upcoming Event

অনুসরণীয়

 

  • সকলকে মাস্ক পরে আসতে হবে।
  • বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে আসতে হবে।
  • নখ ছোট করে আসতে হবে।
  • বিদ্যালয়ে প্রবেশ পথে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
  • প্রত্যেকে নিজস্ব ব্যবস্থায় নিরাপদ পানির বোতল সাথে রাখতে হবে।
  • বিদ্যালয়ে অবস্থান কালিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
  • যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।
  • শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের শ্রেণি ব্যবস্থাপনা মনিটরিং করবেন,  স্বাস্থ্যগত দিক ও সমস্যা প্রতিদিন প্রত্যক্ষ করবেন এবং তথ্য অবহিত করবেন।
  • সময়ের ব্যবধানে হাত স্যানিটাইজ করে নিতে হবে।
  • বিদ্যালয়ের পোশাক প্রতিদিন সাবান পানি দিয়ে জীবানুমুক্ত করে ব্যবহার করতে হবে।
  • বিদ্যালয়ের আসার প্রস্তুতিতে গোসল/স্নান করে আসতে হবে।
  • বাড়ি বা বসতিতে কারো করোনা লক্ষন থাকলে ঐ শিক্ষার্থী তাদের করোনা নেগেটিভ হলে বিদ্যালয়ে আসতে পারবে।
  • কোন ভাবেই অসুস্থতাজনিত লক্ষন নিয়ে বিদ্যালয়ে আসা যাবে না।
  • বিদ্যালয়ের ব্যবহার্য উপকরণ স্বাস্থ্যসম্মত (নিরাপদ) হতে হবে।
  • বিদ্যালয়ে অপ্রয়োজনে বহিরাগতদের প্রবেশ স্বাস্থ্য সম্মত নয়।

Academic Class Level

Class Level

---------------------------

  • Junior Secondary ( Six to Eigh ) 
  • Secondary Nine to Ten ) 

Institute Facilities

Facilities

-------------------------

  • Computer Lab  ►
  • Multimedia classroom  ►
  • Science Labs  ►
  • Cafeteria  ►
  •  

Special Attention for Every Students

প্রতিটি শিক্ষার্থীদের জন্য বিশেষ মনোযোগ

A dynamic learning community recognized as one of the leading schools in Bangladesh, offering an international curriculum in English A dynamic learning community recognized as one of the leading schools in Bangladesh

Study Tour